সারাদেশ

ফেনীতে রমজানে শ্রমিক চাটাই বন্ধ ও বেতন বোনাস প্রদানের দাবিতে স্মারকলিপি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে পবিত্র মাহে রমজানে হোটেল রেস্তোরাঁ এবং দর্জি কারখানা ও গৃহকর্মি চাটাই বন্ধ,বেতন বোনাস প্রদান,শ্রমিকদের টিসিবি কার্ড প্রদানের দাবিতে শ্রমিকেরা ফেনী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।বাংলাদেশ ইউনিয়ন সংঘ ফেনী জেলা শাখার অধীনস্থ সংগঠনসমূহ ফেনী জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন,ফেনী জেলা দজ্জি শ্রমিক ইউনিয়ন,ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়ন,ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয় ও ফেনী জেলা বয় শ্রমিক ইউনিয়ন ও ফেনী সদর করাতকল শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন-সারা বছর শ্রমিকদের খাটায় মালিকরা অথচ রমজান আসলেই শ্রমিকদেরকে ব্যাপক হারে চাটাই করা হয়,রমজান মাসে খরচ বেশি, রমজান মাসের শ্রমিকরা বেকার হয়ে মানবতার জীবনযাপন করে,স্বারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ  করেন-পবিত্র রমজানে শ্রনিক ছাটাই বন্ধ করে শ্রমিকদের বেতন বোনাস প্রদান এবং নিরীহ শ্রমিকদের টিসিবি কার্ড প্রদানের দাবি জানান জেলা প্রশাসন বরাবর,নেতৃবৃন্দ আরও বলেন শ্রম আইন বাস্তবায়ন করে শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র পত্র প্রদান করা হোক, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করে হোটেল সেক্টরকে সমৃদ্ধ করার দাবি জানান নেতৃবৃন্দ।ফেনী জেলা প্রশাসক নেতৃবৃন্দের কথা শুনেন এবং স্বারকলিপি গ্রহণ করে কলকারখানা প্রতিষ্ঠান ফেনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।ফেনী জেলা প্রশাসক আরো বলেন শ্রমিকদের যেকোনো সুবিধা প্রদান এবং সুখে দঃখে জেলা প্রশাসক শ্রমিকদের সহযোগিতা করবেন স্বারকলিপি প্রদানকালে প্রগতিশীল আইনজীবী পরিষদ ফেনীর আহবায়ক এড:সমীরচন্দ্র কর,ভাসানী অনুসারি পরিষদ ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমামুদ্দিন ভূঁইয়া,ফেনী জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়া,ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহ্বায়ক নাসির উদ্দিন সবুজ,ফেনী জেলা হোটেল রেস্টুডেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন,ফেনী জেলা গৃহকর্মী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী সুলতানা আক্তার বকুল,ফেনী সদর করাতকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা শাহাবুদ্দিন সহ বিফল সংখ্যা শ্রমিক উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ফেনী শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,