দেবীগঞ্জ এএসপি রুনার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলা পুলিশের দেবীগঞ্জ সার্কেল (বোদা, দেবীগঞ্জ) সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।
তার এ অর্জনে পঞ্চগড়ের পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পহেলা মার্চ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, জেলা পুলিশের ডিআইও-১, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন), পুলিশ পরিদর্শক, ক্রাইমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া মোছাঃ রুনা লায়লা জানান, পদোন্নতি একটা নিয়মিত প্রক্রিয়া। এটা আসলেই আনন্দের বিষয়। পদোন্নতি হলে কর্মে গতিশীলতা বাড়ে। পঞ্চগড়ের সুযোগ্য জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করছি। আগামীতেও উর্ধতন কর্তৃপক্ষের দিকদির্শেশনা অনুযায়ী কাজ করবো। আমি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চাচ্ছি।