সারাদেশ

সরিষাবাড়ীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন

রুমান শাহরিয়ার,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২রা মার্চ) উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদে বিশেষ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাংবাদিক শফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সকল নতুন ও বিদ্যমান ভোটারদের জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,