কালুখালীতে আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণে পূর্ণদিবস কর্মবিরতি

বোরহান উদ্দিন বিপ্লব : (কালুখালী)রাজবাড়ী প্রতিনিধি :
প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজবাড়ীর কালুখালীতে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
কালুখালী উপজেলা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর আয়োজনে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল শেখ ও ডাঃ বুলবুল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।