সারাদেশ

ফেনীর রাজপথে ফেনী জেলা জামায়াতের শোডাউন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর রাজপথে দীর্ঘদিন পর ফেনী জেলা জামায়াতের বিশাল শোডাউন।
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারি,মঙ্গলবার ফেনীর মিজান ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল জিরোপয়েন্টে পথসভায় মিলিত হয়।মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলি,জেলা আমির মুফতি আবদুল হান্নান,সেক্রেটারি আবদুর রহিম,পৌর সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ।ফেনীতে দীর্ঘ সময় পর ফেনী জেলা জামাআত এত বড় শোডাউন।এতে জামাআত ইসলামির ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এরপরে মিজান ময়দানে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,