ফেনী মহিপালে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গণ ইফতার কর্মসূচী অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী মহিপালে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে গণ ইফতার ও বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।রবিবার ফেনীর মহিপাল শহীদ চত্ত্বরের পুলিশ বক্সের সামনে প্রায় তিনশতাধিক হতদরিদ্র রোজাদার,পথচারী,বাসের ড্রাইভার ও হেলপারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।এই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়।ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের অন্যতম সংগঠক ওসমান গনি রাসেল বলেন,সন্ত্রাসীরা মহিপালে আমাদের ১২ জন ভাইকে শহীদ করেছে।নিজেদের জীবন দিয়ে শহীদরা আমাদেরকে ফ্যাসিস্ট থেকে মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে।আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ও খুনিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।শহীদদের জন্য দোয়া কামনায় পুরা রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।গণ ইফতার কর্মসূচীতে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।