সারাদেশ

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভূঞাপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সাজেদুল ইসলাম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলার নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা, অধ্যাপক এসএম জাহিদুল ইসলাম (ইব্রাহীম খাঁ সরকারি কলেজ) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,