দুমকিতে আলোকিত পটুয়াখালী পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।

মোঃ আরিফুর রহমান (মামুন) দুমকি উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আজ ১২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নসিব সিনেমা হল এলাকায় স্টার চাইনিজ হোটেলে দৈনিক আলোকিত পটুয়াখালী এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত পটুয়াখালীর সম্পাদক, প্রকাশক সোহেল তালুকদার বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় দুমকি প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক, জাকির হোসেন হাওলাদার, সহ সভাপতি ম, মামুন খান ফারুকি, অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাংবাদিক আমির হোসাইন সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা , সাংবাদিক কামাল হোসেন। ছাএ শিবিরের সভাপতি মাসুদ রানা, অনুষ্ঠানে দুমকি উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ , দুমকি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।।