কর্ণফুলীতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে এবং দাম সহনীয় পর্যায়ে থাকে সেই জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করছেন উপজেলা প্রসাশন।
২ মার্চ (রবিবার) বিকাল ৪ টায় উপজেলার পুরাতন ব্রীজঘাট বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ ভ্রাম্যমাণ আদাললতের পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং পরিচালনা করেন।
এসময় মূল্য তালিকা না থাকায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিস্ট ধারায় ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান-জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় নিত্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানার একটি পুলিশ টিম।