সারাদেশ

 শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক শ্যামনগরে কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার(২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়ন, সমাজ উন্নয়নে যুবদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, সমাজ উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টিকরা সহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের যুব নারী ও পুরুষদের অংশগ্রহণে অন্যান্যদের মধ্যে সহায়ক হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, জনিরুল ইসলাম প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,