কিশোরগঞ্জ বিসিকে খাদ্য আদালতের অভিযান ,৮ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:-
কিশোরগঞ্জ বিসিকে বিশুদ্ধ খাদ্য আদালতের একটি অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিরাপদ খাদ্য আইনে এই অভিযান পরিচালনা করেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কিশোরগঞ্জ জেলার মারিয়াতে অবস্থিত বিসিক শিল্প নগরীতে কয়েকটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআই এর ছাড়পত্র না থাকায় এম এম খান ফুডসকে নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড, সুগন্ধ্যা ফুড প্রোডাক্টসকে একই ধারায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড এবং আজহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে নিরাপদ খাদ্য আইনের ৩২(খ) ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযুক্ত তিন প্রতিষ্ঠান তাৎক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করায় সাজা সমাপ্ত ঘোষণা করে মুক্তি প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উক্ত অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতকে সার্বিক সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ, পুলিশ,RAB ও আনসার সদস্যরা।