সারাদেশ

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

নওগাঁ প্রতিনিধিঃ
সৌদি আরবের সরকার মেনিনজাইটিস টিকাদান বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। ওমরাহ ও পবিত্র হজ পালন কিংবা ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা। এতে ভোগান্তিতে পড়ছেন হজযাত্রীরা। যাত্রীদের সঙ্গে দুশ্চিন্তায় রয়েছে হজ-ওমরাহ এজেন্সিগুলোও।
নওগাঁ জেলার হজযাত্রীদের অভিযোগ, কোথায় গেলে এই টিকা পাওয়া যাবে এনিয়ে ধোঁয়াশায় আছেন তারা। সরকার থেকে নির্দিষ্ট কোনো জায়গার কথাও বলা হয়নি, কোথায় গেলে এই টিকা পাওয়া যাবে। জেলা স্বাস্থ্য বিভাগে মেনিনজাইটিস টিকার কোনো মজুত নেই। টিকা সংকটের কারণে তারা পবিত্র হজ পালন নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন। যা তাদের জন্য আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে।
নওগাঁর বাসিন্দা ও হজযাত্রী আব্দুর রব বলেন, অনেক স্বপ্ন নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু টিকার অভাবে এখন আমাদের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোথায় গেলে এই টিকা পাব তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি। স্বাস্থ্য বিভাগ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।
অপর এক ওমরাহ যাত্রী রিয়াজ উদ্দিন বলেন, যে এজেন্সির মাধ্যমে হজে যাব তাকে ফোন দিলে তিনিও সঠিকভাবে বলতে পারছেন কোথায় এই টিকা পাব। শুধু বলছে ঢাকায় পাওয়া যাচ্ছে নাকি। এখন নওগাঁ থেকে ঢাকায় কোথায় গিয়ে এই টিকা খুঁজব যা আমাদের জন্য খুবই ভোগান্তি কারণ।
হজ ও ওমরাহ নিয়ে কাজ করা নওগাঁর মান্দা উপজেলার দেওয়ান হজ কাফেলার এজেন্সির ম্যানেজার আবদুল্লাহ আল মাসুদ বলেন, ওমরার জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক এ খবর জানার পর ওমরাহ করতে যাবেন এরকম যাত্রীরা ফোন দিচ্ছেন। আমরাও সঠিক  কোনো জবাব দিতে পারছি না। অনেকেই টিকিটের তারিখ বাতিল করার কথা বলছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
তিনি আরও বলেন, এই টিকা কোথায় পাওয়া যাচ্ছে এই নিয়ে ধোঁয়াশায় আছি আমরাও। শুনছি ঢাকার দুই একটি হাসপাতালে এই টিকা পাওয়া যাচ্ছে। যাত্রীদের এই দুর্ভোগ কমাতে সরকার যদি জেলা বা বিভাগীয়  পর্যায়ে টিকা গ্রহণের ব্যবস্থা করেন তাহলে সবার জন্য সুবিধা হতো।
এবিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ বলেন, আমাদের কাছে এই টিকার কোনো মজুত নেই। ঢাকাতে যোগাযোগ করে এই টিকা নিতে হবে।
এদিকে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, প্রধান দু’টি হজের সময় এই টিকা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয়। এছাড়া এই টিকা পাওয়া যায় না। ওমরা হজের জন্য সরকারিভাবে দেওয়া হয় না। বাইরে থেকে কিনে নিয়ে দিতে হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং