আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম হলেন পাথরঘাটার সাংবাদিক সাকিল আহমেদ

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত যুব উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ অনুষ্ঠানে দৈনন্দিন গ্রামীণ জীবনযাত্রা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও সৌহার্দ্য ও সাম্প্রীতিক বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছেন পাথরঘাটা উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহবায়ক ও দৈনিক আজকের দর্পন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক সাকিল আহমেদ।
এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে যুবকদের করণীয় বিষয়ক পোস্টার অংকনে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে প্রীতম মজুমদার এবং স্টল পরিদর্শনের সম্মাননা স্মারক পেয়েছে পাথরঘাটা যুব দল ফোরাম। সর্বমোট চারটি সম্মাননা পুরস্কার পেয়েছে পাথরঘাটা যুব ফোরাম।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বরগুনা শিল্পকলা একাডেমিতে এ যুব উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী সহ ৬টি উপজেলা অংশ গ্রহণ করে। এ যুব উৎসব বাস্তবায়নে সহায়তায় করেছে বরগুনা জেলা প্রশাসন ও রূপান্তর।
যুব উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক জনাব অধ্যাপক আনোয়ারুল কাদির।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, এডভোকেট সঞ্জীব দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ।