সারাদেশ

মাটি কাটল ওসির ভাই : লোহাগাড়ায় মাটি কাটার দায়ে দুইটি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ

বেলাল উদ্দিন লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মছনের হাট এলাকায় ওসি ওচমান গনির প্রভাব দেখিয়ে তার ভাইয়েরা জোরপূর্বক বিরোধপূর্ণ ফসলি জমির মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় স্পট থেকে ১টি স্কেভেটর ও ২টি ডাম্প ট্রাক জব্দ করলেও কাউকে আটক করেনি প্রশাসন।
২৫ জানুয়ারি(শনিবার) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযান কালে বাংলাদেশ সেনাবাহিনীর টিম, পুলিশ, আনসার বাহিনীর টিম ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কানুনগো মুহাম্মদ শহীদুল ইসলামসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মছনের হাট এলাকায় মাটি কাটছিল প্রভাবশালীরা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে মাটি কাটার দায়ে স্পট থেকে ১টি স্কেভেটর ও ২টি ডাম্প ট্রাক আটক করা হয়েছে।
 জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,