ফেনীতে সাহিত্যের কাগজ ত্রৈমাসিক ঝিনুকের মোড়ক উম্মোচন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে সাহিত্য ভিত্তিক ত্রৈমাসিক ঝিনুকের মোড়ক উম্মোচন,আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ ডাক্তার সাজ্জাদ হোসেন মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। কবি ওবায়েদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বুলবুল সিকিউরিটিজের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এ এস এম শাহুদুল হক বুলবুল,কবি শিখা সেন গুপ্তা,কবি মঞ্জুর তাজিম,সংবাদিক ও কবি এন এন জীবন,কবি উত্তম দেবনাথ,কবি ইকবাল আলম,জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ,কবি ও গবেষক সাইফুদ্দিন শাহীন,কবি ফরিদা আখতার মায়া,কবি ও গল্পাকার রোকাসানা শাহীন,কবি শারমিন নিশু, সাংবাদিক ও কলামিস্ট ইমরান ইমন,সাংবাদিক আবু তাহের ভূঁইয়া,সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন,জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী পরাণ,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও ঝিনুক এর সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক উম্মে হাবিবা ঝিনুক।বক্তব্য রাখেন এডভোকেট এএসএম শহীদুল্লাহ। পরে ত্রৈমাসিক ঝিনুকের মোড়ক উম্মোচন শেষে আলোচনা সভা ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন ফেনীর কবিরা।অনুষ্ঠানে ফেনীর কবি,সাহিত্যিক,বিশিষ্টজনরা অংশ নেয়।এছাড়াও দৈনিক আমার ফেনী সম্পাদক জমির বেগ,দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী,ডাক্তার নাজমুল হক ভূঁইয়া,দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া,জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা,জয়িতা লুৎফুন নাহার,এনজিও কর্মী ফরিদা ইয়াছমিন।