সারাদেশ

আগুন চন্দ্রনাধ ধামে নয় লেগেছিল শেখ পাড়া এলাকার একটি বাগানে।

প্রসেন সরকার (নবীগঞ্জ)
সনাতনীদের পবিত্র মহা তীর্থস্থান চন্দ্রনাথ ধামে আগুন লাগার মতো কিছু ঘটে নাই,, অতিরঞ্জিত করে বিভ্রান্ত করা হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সনাতনীদের কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ দাম।
দৈনিক জনকণ্ঠের একটি সংবাদে বলা হয়েছে চন্দ্রনাথ পাহাড়ে আগুন, সেই বিষয় টি নিয়ে সারাদেশে সনাতনীদের মধ্যে এক আতংক সৃষ্টি করেছে,, আসছে আগামী ২৬-২৭ ফেব্রুয়ারী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (শিব চতুর্দশী)। শিব চতুর্দশী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সনাতনী ভক্তবৃন্দরা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে এসে মহাদেবের পূজা দিবেন সেই উপলক্ষে চলছে নানান প্রস্তুতি,, তারই মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে আগুন লাগার ঘঠনা,
গত ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে আগুন লেগেছিল শেখ পাড়া এলাকায় একটি বাগানে স্থানীদের মতে সেটা প্রায় সময়ই শুল্ক মৌসুমে এরকম ঘঠনা ঘঠে থাকে।
সেই সময় আশে পাশে অবস্থান করেছিলেন ঢাকা ক্যানভাস প্রতিনিধি প্রসেন সরকার এবং তিনি তার সত্যতা নিশ্চিত করেন। সীতাকুণ্ডে আগুল লেগেছে তবে সেটি কোনো তীর্থস্থানকে পর্শ্ব করেনি
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর হবিগঞ্জ জেলা প্রচার সম্পাদক প্রসেন সরকার আরও বলেন সামনে শিবচতুর্দশীকে প্রশ্ন বিদ্ধ করতেই এক স্থানের ঘটনার বিস্তারিত না বলেই সকল সনাতনীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে । সনাতনীদের প্রতি আহ্বান জানান বিভ্রান্ত না হয়ে নির্বিঘ্নে চন্দ্রনাথ ধামে যেতে পারবেন তীর্থ দর্শনার্থীরা। তীর্থ যাত্রীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সীতাকুণ্ড স্নাইন কমিটি করছে বিশেষ পর্যালোচনা। তারই পাশাপাশি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর অঙ্গ সংঘটন হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা এবং সীতাকুণ্ড উপজেলা কমিটির তত্ত্বাবধানে মেডিকেল কেম্প এবং অন্যন্য স্বেচ্ছাসেবার জন্য প্রস্তুতি নিয়েছে,, সেটি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাজোট এর আহ্বায়ক কৃষ্ণ পাল বলেন আমরা প্রতিবছরই চন্দ্রনাথ ধামে আসা তীর্থ দর্শনার্থীদের কথা মাথায় নিয়ে ফ্রি মেডিকেল কেম্প, জল সেবা সহ অন্যান্য স্বেচ্ছাসেবার জন্য প্রস্তুত থাকি তারই ধারাবাহিকতায় এই বছর ও আমাদের স্বেচ্ছাসেবা অব্যহত থাকবে।।
তীর্থ স্থান রক্ষায় সকল সনাতনীদের প্রতি আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,