সারাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কর্ণফুলীতে বাজার মনিটরিং

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং,
টাস্কফোর্সের উদ্যোগে উপজেলার ব্রীজঘাট বাজার,চরপাথরঘাটা  এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৩ মার্চ (সোমবার) সকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও  ব্রীজঘাট বাজার  এলাকায়  অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, ইফতার সামগ্রী তৈরী করে বিক্রির অভিযোগে ৪টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হচ্ছে । রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,