কন্যার চুরি যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পিতার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী গ্রামের সবুর উদ্দিন (৬৫) চুরি যাওয়া গরুর ট্রাকের পথরোধ করতে গেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
মঙ্গলবার রাত দুইটার দিকে সাটুরিয়া উপজেলার পার্শ্ববর্তী ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে নার্গিসের (৩৫) থেকে ৩টি গরু চুরি করে ট্রাকে নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। রাতেই বাবা সবুরের মোবাইলে ফোন করে চুরি যাওয়া গরুর কথা জানায়। বাবা সবুর তার আপন ছোট ভাই শওকত আলী, ভাতিজা নাজমুল বাবুল কে সঙ্গে নিয়ে বাড়ীর পাশে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেয়। বাঁশের ব্যারিকেড ভেঙ্গে সবুর আলীকে পিষে চলে যায় ঘাতক ট্রাক। সবুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে সাভার এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভাতিজা নাজমুল হাসান বাবুল জানায়, দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামের জিয়াউর রহমান জিয়ার কাছে চাচাত বোন নার্গিসের বিয়ে হয়। ঐ বাড়ী থেকে ফোন আসে ট্রাকে করে সাটুরিয়ার উদ্দেশ্যে গরু নিয়ে পালাচ্ছে চোরের দল। আমরা খবর পেয়ে চাচা সহ রাস্তায় বাঁশ দিয়ে গাড়ী আটকানোর চেষ্টা করি। কিন্তু বাধা ভেঙে চাচাকে ধাক্কা দিয়ে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। আশে পাশের আরও লোকজন নিয়ে চাচাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চাচার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণের পাঠানো ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।