নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন.
মোহাম্মদ জসীম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী :
যথাযোগ্য মর্যাদা ও ৫২” র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ ফেব্রুয়ারী পালিত হয়।
এই উপলক্ষে জেলা সদর সহ প্রতিটি উপজেলার সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সংগঠন, ব্যক্তিগত প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচী পালন করে।
স্কুল- কলেজগুলো কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা ও পুরষ্কার বিতরন করে।চাটখিল উপজেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ লক্ষনীয় ব্যপক কর্মসূচিতে দিবসটি পালন করে।
প্রভাত ফেরী, পতাকা উত্তোলন, শহীদদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসুচী গ্রহন করে। স্থানীয় প্রতিভা ব্লাড ডোনেশন এসোসিয়েশন ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষাসহ বিভিন্ন কর্মসুচী পালন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিবসটি তাৎপর্যপূর্ণ ভাবে পালন করে।বিভিন্ন স্থানে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া – মোনাজাতের আয়োজন ও তবারক বিতরন করে।





