সারাদেশ

মানিকগঞ্জ জেলা লোকমোর্চা কমিটি পুনর্গঠিত: সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলা লোকমোর্চা’র নয়া কমিটি গঠিত হয়েছে। গত ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডস্থ ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কনফারেন্স হল রুমে আয়োজিত কমিটি পুনর্গঠন সভায় লোকমোর্চা সংগঠনের এই নতুন জেলা কমিটি গঠন করা হয়। ওয়েভ ফাউন্ডেশন ও জেলা লোকমোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল ইসলাম সিকদার। মোঃ আক্তার হোসেন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান যুদ্ধ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ  এর অধ্যক্ষ ড. ইঞ্জি: মোঃ ফারুক হোসেন, মানিকগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. মোহাম্মদ খালেক উজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ: বাছিত ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার উদ্দিন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ডেইলী ভয়েব অব এশিয়া’র জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ পিয়াল, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি সাধন সূত্রধর, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ হাবিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  মানিকগঞ্জ জেলা লোকমোর্চা কমিটি পুনর্গঠনের  জন্য একটি প্যানেল কমিটি  মনোনীত করা হয় । উক্ত প্যানেল কমিটির মাধ্যমে আইনজীবী, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সমন্বয়ে মানিকগঞ্জ জেলা লোকমোর্চার ৩৫ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত নয়া কমিটি ঘোষণা শেষে উক্ত কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। মানিকগঞ্জ জেলা লোকমোর্চা’র  নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন অধ্যাপক আবুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আক্তার হোসেন মিলন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,