সারাদেশ

পঞ্চগড়ে ইট ভাটা বন্ধ না করার জন্য ভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সংক্রান্ত সভার প্রেক্ষিতে সিদ্ধান্তের প্রতিবাদে ও ইট ভাটা বন্ধ না করার জন্য ইট ভাটার কয়েক হাজার শ্রমিক ও মালিক পক্ষরা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি ও সাধারন সম্পাদক শাহীন ইসলামসহ ভাটা মালিকরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী স্মারকলিপি গ্রহন করেন।
৬ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি বলেন, আমরা ইট ভাটা মালিকরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইট ভাটা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমরা ভাটার আয় হতেই সরকারের ভ্যাট, ট্যাক্সসহ যাবতীয় সরকারি ফি, সরকারের বিভিন্ন কর্মকান্ডে অনুদান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহযোগিতা করে আসছি। সরকারের বিধি মোতাবেক ভাবেই আমরা ইট ভাটা পরিচালনা করছি। সরকারের রাজস্ব প্রদানে আমরা উল্লেখযোগ্য অবদান রাখছি। সরকারের উন্নয়ন খাতে আর্থিক সহযোগিতা করতেছি।
তিনি আরও বলেন, আমাদের জেলায় যতগুলো ইটের ভাটা রয়েছে তার প্রত্যেকটিতে ৫শ জন করে শ্রমিক রয়েছে। এসব শ্রমিক সারাদিন কাজ করে তাদের প্রাপ্য হাজিরার টাকা নিয়ে গিয়ে বাজার করে তাদের পরিবারের সদস্যদের সাথে দিন অতিবাহিত করছে। তাদের পরিবারের সদস্যদের মধ্যে ভাটার শ্রমিকরাই পরিবারের আয়ের একমাত্র উৎস। তারা পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করে। আমাদের ইট ভাটার ব্যবসা ছাড়া অন্য কোন বানিজ্য নাই। বহু কষ্টে আমরা ইট ভাটা মালিকরা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে ভাটা ব্যবসা পরিচালনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ইট ভাটা মালিক ও শ্রমিকদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে বলেন, সরকারের কাছে আমার দাবি আপনারা ইট ভাটা বন্ধ করে দেন এতে আমার আপত্তি নাই। তবে ভাটা বন্ধ করার আগে হাজার হাজার ইট ভাটার শ্রমিকদের কি কর্মসংস্থান করবেন। এসময় ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ জেলার প্রত্যেকটি ইট ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,