ভূঞাপুরে প্রকাশ্যে মাদক বেচা কেনার দায়ে দু’জনের কারাদন্ড

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর প্রকাশ্যে মাদক বেচা কেনার দায়ে দুইজন কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে নয় টার দিকে উপজেলা চত্বরে মাদক দ্রব্যক্রয়-বিক্রয় কালে পুলিশ দু’জনকে আটক করে।
মাদক কারবারি জীবন চন্দ্র ওরফে নেপাল (৪৫) উপজেলা পরিষদের সামনে রাত সাড়ে নয়টার দিকে মো. অন্তর (২৫) নামে অপর কারবারির নিকট মাদক দ্রব্য বিক্রয় করার সময় পুলিশ তাদেরকে গাজাসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ((ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম শিয়ালকোল ঋষিপাড়া গ্রামের গুরু দাসের ছেলে জীবন চন্দ্র দাস ওরফে নেপালকে ৬ মাসের এবং ঘাটান্দী পুরাতন পাড়া গ্রামের মৃত আলমের ছেলে মো: অন্তরকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
উল্লেখ্য, জীবন চন্দ্র দাস ওরফে নেপালের নামে ভূঞাপুর থানায় একাধিক মাদক মামলা চলমান আছে।