সারাদেশ

সদরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও ভাসমান হকার উচ্ছেদ করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৪ মার্চ মঙ্গলবার  দুপুর ২ টার দিকে উপজেলা সদরের  বিভিন্ন রাস্তার পাশে  অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালে রাস্তার পাশে অবৈধ দোকান ও পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন  দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এতে দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন,সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকন, পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ রায়হান মোল্যা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আগামীতেও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,