সদরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও ভাসমান হকার উচ্ছেদ করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৪ মার্চ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালে রাস্তার পাশে অবৈধ দোকান ও পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এতে দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন,সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকন, পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ রায়হান মোল্যা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আগামীতেও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।