সারাদেশ

“এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি”

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর অধ্যক্ষ ইয়াহিয়ার মাধ্যমে অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তুরস্কের স্বেচ্ছাসেবী সংগঠন এয়াতিম ভাকফি।পবিত্র মাহে রমজান উপলক্ষে অধ্যক্ষ ইয়াহিয়ার নেতৃত্বাধীন সংগঠন এয়াতিম ভাকফি রাজশাহী পাঁচটি উপজেলা শতাধিক এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার(৪মার্চ)দুপুর ২টায় বানেশ্বর শিশু একাডেমী প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।
তুরস্কের স্বেচ্ছাসেবী সংগঠন এয়াতিম ভাকফি এর পক্ষ থেকে এসব সামগ্রী বাংলাদেশে অসহায় এতিম শিশুদের রমজানের উপহার হিসেবে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, তেল, আলু, রসুন, পেঁয়াজ, ছোলা, লবণ, চিনি, খেজুর, সেমাই সহ অন্য পণ্য। প্রত্যেক এতিম শিশুকে পুরো রমজান মাসের জন্য প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী দেয়া হয় প্রতিটি প্যাকেটে।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৫(পুঠিয়া-দূর্গাপুর)আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক,জননেতা মোঃনুরুজ্জামান লিটন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, সমাজ সেবক হাসান আল মামুন, বিশিষ্ট সমাজসেবী কায়েস উদ্দিন মোল্লা ও মাওলানা আরিফুল ইসলাম সহ প্রমুখে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,