সারাদেশ

ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের বাঙ্কার খনন বল্লামুখার বেড়িবাঁধ নির্মাণে আবারও বাঁধা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে কয়েকটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় বিএসএফ।মুহুরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুননির্মাণে আবারও বাঁধা দেয়া হয়েছে।স্থানীয়রা জানান সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাঙ্কার খনন করেছে বিএসএফ।বল্লামুখার বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যন্সল্যান্ডে রয়েছে,এমন দাবি করে বিএসএফ  বেড়িঁবাঁধ পুননির্মাণের শুরু থেকেই বাঁধা প্রদান করে।
পরবর্তীতে দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি পরিমাপ করা হয়।বিজিবির পক্ষে মজুমদার হাট কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রশিদের নেতৃত্বে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।এই ব্যাপারে জানতে চাইলে ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.মোশারফ হোসেন বলেন,বল্লারমুখে বাঁধ নির্মাণ চলমান আছে,তবে শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে যে কোন নতুন কাজ হলে দুই দেশের অনুমোদন প্রয়োজন,বর্ডার গাইড লাইন অনুযায়ী।এখানে ৭০ মিটার কাজের মধ্যে ৩০ মিটার ১৫০ গজের মধ্যে পরেছে।যা নিয়ে পানি উন্নয়ন বোর্ড মন্ত্রনালয়ের মাধ্যমে দুই দেশের যৌথ নদী কমিশন এই সমন্বয় অব্যহত আছে।অনুমোদন সাপেক্ষে কাজ সম্পন্ন হবে।বর্তমানে ৪০ মিটারে কাজ চলমান আছে যা ১৫০ গজের বাইরে।তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছে বিজিবি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,