সারাদেশ

সেহরি শেষে কুরআন  তেলাওয়াতরত বৃদ্ধার গহনা চুরি, আটক -১

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম (৭০) নামে কুরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গহনা চুরির ঘটনা ঘটেছে।
 মঙ্গলবার (৪ মার্চ) ভোরে পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়
ভুক্তভোগী মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে মো. মিলন শেখ (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। আটক মিলন শেখ পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে।
বুধবার (৫ মার্চ) পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, গতকাল মঙ্গলবার সেহরি ও ফজরের নামাজ শেষে মর্জিনা বেগম নামের এক বৃদ্ধা কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় হটাৎ করে আন্ত জেলা চোর চক্রের সদস্য মিলন শেখ তার ঘরে প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার জন্য গলায় হাত দেয়। এসময় মর্জিনা বেগম পিছন দিকে তাকিয়ে আসামি মিলন শেখকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং তার গলার চেইন রক্ষা করার চেষ্টা করে। আসামি মিলন শেখ চেইন চুরি করার জন্য মর্জিনা বেগমকে গলা চেপে ধরে মারপিট শুরু করে।
একপর্যায়ে মিলন শেখ মর্জিনা বেগমের গলায় থাকা ১টি লকেট সহ স্বর্নের চেইন এবং কানে থাকা এক জোড়া স্বর্নের কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। দুল কান থেকে টেনে নেওয়ার সময় মর্জিনা বেগমের ডান কানের লাতি ছিড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে আটক
করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,