সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার; বড়ভাই আটক

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সৎ ভাই লাইস (১৩)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সিয়াম পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিয়ামের মা সানু আক্তার জানায়, দুপুরে  সিয়ামকে বাড়িতে রেখে গরুর ঘাঁস আনতে যাই।ফিরে এসে দেখি সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পরে তার সৎ ভাই লাইসকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তাকে মেরে ফেলছি।
পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত সিয়ামের সৎ ভাই লাইস কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।নিহতের পরিবার থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,