সারাদেশ

রাষ্ট্রকে ভালো জায়গা নিতে হলে,দূর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ প্রয়োজন-ফেনীতে জামাআতের আমির।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন,সুষ্ঠ নির্বাচনের জন্য সুষ্ঠ পরিবেশ তৈরী হতে হবে।নুন্যতম সংস্কারগুলো না হলে নির্বাচনের পরিবেশ তৈরী হবেনা।এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে।সোমবার (০৩ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ মুহুরী নদী ও বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন,বেড়িবাঁধ বারবার ভাঙ্গার কারণ হচ্ছে এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়।বাঁধ নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।বন্যাকে লংকাকান্ড হিসেবে আখ্যায়িক করে তিনি বলেন,হঠাৎ লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ ও অসহায় হয়ে গেছে।তিনি বলেন,বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে।ভাঙ্গন কবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে।তাদের এই ভাঙ্গনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখিন হয়েছে।এজন্য ভারতের সাথে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।গ্রামকে দেশের হৃদপিন্ড উল্লেখ করে তিনি বলেন,গ্রাম থাকলে দেশ বাঁচবে।ফেনীবাসীর যৌক্তিক দাবিকে আমরা পুর্ণ সমর্থন করি।তিনি বলেন, প্রত্যেক সচেতন মানুষকে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।দেশের পরিবর্তনে শহীদদের মতো প্রবাসীদের কাছেও আমরা ঋনী।এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম,ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান,সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,একেম সামসুদ্দিন প্রমুখ।পরে তিনি পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় বক্তব্যে তিনি আরও বলেন সবাই ভালো আছেন।আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক।৫ আগষ্টের পর বাংলাদেশের উপর ভারত যে দূর্ভোগ চাপিয়ে দিয়েছিল তার কারণ পরশুরাম,ফেনী, নোয়াখালী,লক্ষীপুর একেবারে ভেসে গিয়েছিল।ছিলো না সাধারণ মানুষে শান্তি চলেছিল অনেক কষ্ট।তখন আসতে চাইছি কি যান বাহনের পর্যাপ্ত না থাকার কারণে আসতে পারি নাই।পরবর্তীতে কিভাবে স্থায়ী ভাবে ফেনী বাসীকে শান্তি রাখা যায়,বেড়িবাঁধ স্থায়ী মেরামত করা যায় এই ব্যাপারে সরকারের সাথে আলোচনা করব।আমি শুধু আপনাদেরকে বলব।দেশকে ভালো রাখতে হলে ভালো জায়গা নিতে হলে দূর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ দরকার।যেখানে কোন দূর্নীতি ও দুঃশাসন থাকবে না।একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা থাকলে সব সম্ভব।বাংলাদেশ জামাআত ইসলামি সেই কোরআনের শাসনের লক্ষে কাজ করে যাচ্ছে।আমরা আপনাদের ভালোবাসা দোয়া ও সমর্থন চাই।এদেশে কোরআনের আইন কায়েম হলে হাতে হাত,কাঁধে কাধ রেখে কাজ করা যাবে।কোনো বৈষম্য থাকবে না।সবাই সুবিচার পাবে এদেশের মানুষ নিরাপদে বসবাস করবে।আমরা কোরআনে রাষ্ট্র গঠন করতে পারলে কোরআনের আইনে ভিত্তিতে কাজ করব।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং