সারাদেশ

চাঁদাবাজি,দখলবাজি করবেন না,এগুলোর জন্য ছাএরা জীবন দেয়নি-ফেনীতে জামায়াতের আমীর

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,সারাদেশের মতো ফেনীতে ও চাঁদাবাজি হচ্ছে,জবরদখল হচ্ছে।যারা এসব কাজ করছেন,তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ,দয়াকরে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদগণ জীবন দেয়নি।এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাজপথে জীবন দিয়েছেন।৩ ফেব্রুয়ারি,সোমবার সকাল ১১টায় তিনি ফেনী জেলার সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরের পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।সকাল সাড়ে ১০ টার দিকে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান ফুলগাজীতে শহীদ শ্রাবনের কবর জিয়ারত শেষে এই পথসভায় যোগদেন।এর আগে,সকাল ৮টার দিকে ফেনী শহরের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাসসহ তিন পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফেনী শহর শাখার পক্ষ থেকে উপহার স্বরুপ ঘর উদ্বোধন করছেন আমীরে জামায়াত ডা:শফিকুর রহমান।সেখান থেকে পরশুরাম যাওয়ার পথে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন এই নেতা।তাঁর সফরসঙ্গী ছিলেন,জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া,একেএম শামছুদ্দিন,ফেনী জেলার আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি আবদুর রহিম প্রমুখ।দুপুর দুইটার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমীরে জামায়াত।এছাড়া বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে যাওয়ার পথে দাগনভুঁইয়ার কামাল আতাতুর্ক হাইস্কুল মাঠে পথসভায় তিনি বক্তব্য রাখবেন বলে জানান,ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং