ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
ফেনীর পরশুরাম মডেল থানাধীন দক্ষিণ গুথুমা শান্তিপাড়া আশ্রায়নস্থ মনির আহম্মেদ এর পশ্চিম মুখী টিনের বেড়া টিনের ছাউনিযুক্ত ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট বসতঘর,জেলা-ফেনী।মনির আহাম্মদ (৬২) পলাতক,পিতা-মৃত কালা মিয়া,সাং- দক্ষিণ গুথুমা শান্তিপাড়া আশ্রায়ন,থানা-পরশুরাম মডেল,জেলা-ফেনী কে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।অপর আসামি ফুলগাজী থানাধীন উত্তর শ্রীপুর রেলওয়ে কোয়াটার সংলগ্ন আসামীর নিজ দখলীয় দক্ষিণমুখি ০৬ (ছয়) কক্ষ বিশিষ্ট টিনের বেড়া,টিনের ছাউনিযুক্ত চৌচালা বসতঘর,জেলা-ফেনী।মোঃ ইব্রাহিম (৪৯) গ্রেফতার,পিতা- মৃত.মোস্তফা,সাং-উত্তর শ্রীপুর,থানা-ফুলগাজী,জেলা-ফেনী কে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।অপর
আসামি ফুলগাজী থানাধীন বন্ধুয়া দৌলতপুর ভূঁঞা বাড়ির আসামী মোশারফ হোসেন ফারুক ভূঁঞার পশ্চিমমুখী ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট বসতঘর,জেলা-ফেনী।মোশারফ হোসেন ফারুক ভূঁঞা (৪৮) গ্রেফতার,পিতা-মৃত মৌলভী আমির হোসেন ভূঁঞা,সাং-বন্ধুয়া,থানা-ফুলগাজী ,জেলা-ফেনী কে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়, ফেনী এর পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী ও উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে পরশুরাম ও ফুলগাজী থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করেন।




