সারাদেশ

পঞ্চগড়ে জেলা পুলিশের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটিভেশনাল সেশন অনুষ্ঠানে বক্তব্য দেন।
পঞ্চগড়ের মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মোটিভেশনাল সেশনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ  পুলিশের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে সততা ও নিষ্ঠার  সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, পুলিশ লাইন্সের আরআই মিজানুর রহমান চৌধুরী, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ পঞ্চগড় সার্কিট হাউজে চত্বরে পৌছালে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার
প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তিনি উপস্থিত অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পঞ্চগড় জেলায় অবস্থিত কেপিআই পরিদর্শন করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং