সারাদেশ

কুষ্টিয়ায় এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শুভ ইসলাম সম্রাট, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় এক বৃদ্ধ‌কে হত‌্যার পর লাশ মাঠে ফে‌লে গে‌ছে দুর্বৃত্তরা। নিহত বৃ‌দ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকা‌ল ১০টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক‌টি মাঠ রক্তাক্ত লাশটি প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয়রা।
নিহত বৃদ্ধ উজানগ্রাম ইউনিয়‌নের শ‌্যামপুর দুর্বাচার গ্রা‌মের ঝড়ু খাঁর ছেলে। ওই গ্রা‌মেই নান‌াবা‌ড়ি‌তে দীর্ঘদিন ধ‌রে প‌রিবারসহ বসবাস কর‌তেন আতিয়ার।
কাঞ্চনপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আনিসুর রহমান ঝন্টু ব‌লেন, সকা‌লে মা‌ঠের ভেতর আতিয়া‌রের রক্তাক্ত লাশ প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্রের আঘাত র‌য়ে‌ছে। ত‌বে কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা জানা যায়‌নি।
নাম-প্রকা‌শ না করার শ‌র্তে স্থানীয় ক‌য়েকজন জানান,বি‌ভিন্ন সম‌য়ে আতিয়ার বিপ্লবী ক‌মিউনিষ্ট, জাসদ গণবা‌হিনী ও শ্রমজী‌বি সংগঠ‌নের সঙ্গে জ‌ড়িত ছিলেন। বিপ্লবী ক‌মিউনিষ্ট পা‌র্টির নেতা শুকুর হত‌্যার আসামিও ছি‌লেন। গত রা‌তে অজ্ঞাত প‌রিচ‌য়ের ব‌্যক্তিরা ডে‌কে নি‌য়ে তা‌কে হত‌্যা ক‌রে‌ মা‌ঠে লাশ ফে‌লে গে‌ছে বলে জান‌তে পে‌রে‌ছি।
কুষ্টিয়া ম‌ডেল থানার প‌রিদর্শক অপা‌রেশন আব্দুল আলীম ব‌লেন, ‘কী কারণে এ হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। ঘটনাস্থ‌লে আছি। বিষয়‌টি তদন্ত চল‌ছে।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,