সারাদেশ

চিরিরবন্দরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু কারাগারে। 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ভাংচুরের মামলা ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) আদলতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, গত শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানকে বিমান বন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ তাকে আটক করে। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে একটি রাজনৈতিক ভাংচুরের মামলা ছিলো সে মামলা তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,