সারাদেশ

মৌলভীবাজারে বিএনপি নেতার বাসায় ডাকাতি 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজের বাসায় ডাকাতি হয়েছে।
 এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত বাসার গেইটের তালা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫/২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৬/৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন  বিডিএনকে বলেন, ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,