সারাদেশ

শ্রীবরদীতে বানিবাইদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ 

জোবায়ের সোহাগ, শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর।
শেরপুরের শ্রীবরদী উপজেলার স্বনামধন্য স্কুল বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, সিনিয়র শিক্ষক মোঃ ইজ্জত আলীর অবসরজনিত বিদায় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রুহুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী (অকুল), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী মিসেস মিনু আরা বেগম
সাবেক সভাপতি হেদায়েতুল ইসলাম (মিঠু),
গণিত বিষয়ের সহকারী শিক্ষক মীর নুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র শিক্ষক মো. ইজ্জত আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম দুলাল ও বিদায়ী শিক্ষার্থীরা। বক্তব্য শেষে ধর্মীয় শিক্ষক মোঃ আবু সাঈদ এর পরিচালনায় দুআ অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,