সারাদেশ

দিনাজপুরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
 দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় শহরের চাউলিয়াপট্টি নূরানী মাদরাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থ মানুষের মাঝে শীত (কম্বল) বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ হাফিজুর রহমান সরকার।
এ সময় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম,  দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানসহ পৌর ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে ৩নং ওয়ার্ডে ও সুইহারিতে ৪ নং ওয়ার্ডে দুস্থ মানুষের মাঝে শীত (কম্বল) বিতরণ করেন হাফিজুর রহমান সরকার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,