ইসলাম সর্বকালের ও সকল শ্রেণি পেশার মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য : আল্লামা মামুনুল হক

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদরের হাকিমপুর মাদ্রাসায় ছাত্রদের খতমে বোখারীর দরস প্রদান ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা দেড় টায় মাদ্রাসার মুহতামিম মওঃ আব্দুল মাবুদ এর সভাপতিত্বে ও চুলকাটি বাজার জামে মসজিদের খতিব মুফতি ফেরদাউস আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম কোন যুক্তি বা তর্ক ,দর্শানিক ব্যাখ্যা বা কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভরশীল নয়। ইসলাম কেবল মাত্র কোরআন ও হাদিসের উপর নির্ভরশীল। কোরআন ও হাদিসের কথা চৌদ্দ’শ বছর আগেও যেমন ছিলো আজও তাই আছে এবং চৌদ্দ’শ বছর পরও কোরআন হাদিস যা বলেছে তাই থাকবে, বিন্দু মাত্র পরিবর্তন হবে না। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠাত্ব।
খতমে বোখারী সমাপ্ত করে মাওলানা হয়েছেন ৪২ জন এবং মুফতি হয়েছেন ১০ জন। মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল মাবুদ জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এবারও শবে-বরাতের রাতে খতমে বোখারীর অনুষ্ঠানে ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে।
শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের হাকিমপুর মাদ্রাসায় শুভাগমন উপলক্ষে সকাল থেকে ধর্মপ্রান মুসলমানেরা অধির আগ্রহ নিয়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত হন এবং কয়েক হাজার ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে হযরত দোয়া ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।