সারাদেশ

কমলগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুরন্ত স্পোর্টিং ক্লাব এর আয়োজনে কাজী মামুন ফ্রিজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ছাতকছড়া একাদশ ৩-২ গোলে আলম ফাইটার্স কে পরাজিত করে। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও পরাজিত দলকে একটি স্মার্ট ফোন দিয়ে পুরুষ্কৃত করা হয়।
ব্যবসায়ী মো. হারিছউর রহমান হারিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
ধারা ভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন ও শামিম আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক ও ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মো. মামুনুর রশীদ মামুন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, জামায়াতে ইসলামী কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মো. আব্দুল হাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ এর সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও খেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন শুভ, সাংবাদিক রাজন আবেদিন, সাইদুল ইসলাম, জায়েদ আহমেদ প্রমুখ।
খেলা দেখতে আসা মুজাই মিয়া জানান, আমার বয়স ৭০ বছর। আমি দেশের বিভিন্ন স্থানে খেলা দেখে আসছি। ফুটবল খেলা দেখতে আমার ভালো লাগে। আয়োজক কমিটি এত সুন্দর একটি খেলার আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কাজী মামুনুর রশিদ মামুন বলেন, ‌‘যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যান্ত সুন্দর ভাবে খেলাটি সম্পন্ন হয়েছে। আগামীতেও এই খেলার আয়োজন করবো।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,