সারাদেশ

ফেনীর সোনাগাজীতে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি।

মশি উদ দৌলা রুবেল:
ফেনীর সোনাগাজীতে রোববার গভীর রাতে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোনাগাজী পৌর এলাকার ৮নং ওয়ার্ডের চৌধূরী লেনের ইসলাম ম্যানশনে ব্যবসায়ী সানাউল্যাহ শাকিলের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবার,পুলিশ ও স্থানীয়রা জানান,সোনাগাজী বাজারের বড় মসজিদ গেইটের হাবিব চুড়ি হাউজের মালিক সানাউল্যাহ শাকিলের বাসা বন্ধ রেখে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে বেড়াতে যান।রোববার দিবাগত গভীর রাতে তার বাসার কিচেন রুমের গ্রিল কেটে অজ্ঞাত চোর বা চোরের দল বাসায় প্রবেশ করে আলমারি ভেঙে দশ ভরি স্বর্ন,নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ও দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।এই ঘটনায় ক্ষতিগ্রন্ত ব্যবসায়ী সানা উল্যাহ শাকিল বাদী হয়ে অজ্ঞাত চোর দলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,