সারাদেশ

শ্যামনগরে নিরাপদ খাদ্য উৎপাদনে এ্যাডভোকেসি সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে এক্টিভ ফুড সিকিউরিটি বিষয়ে এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

নকশীকাঁথার বাস্তবায়নে ভিএসও বাংলাদেশ ও সুশীলনের সহায়তায় অনুষ্ঠিত সভায় নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে অতিথি হিসাবে নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ ও কৃষিতে জৈব প্রযুক্তির প্রয়োগ, জৈবপ্রযুক্তির প্রচার, কৃষকদের জৈব প্রযুক্তিতে ফসল উৎপাদনে গুরুত্বারোপ,কীটনাশক বিক্রেতাদের জৈব কীটনাশকের কর্ণার তৈরী সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামসুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসকাব সম্পাদক মোস্তফা কামাল, শিক্ষক রনজিৎ বর্মন, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কৃষক গীতা রানী, মশিউর রহমান, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদ্দার, লিডার্স কর্মকর্তা শওকত হোসেন, সবজি বিক্রেতা আঃ রাজ্জাক, নকশীকাঁথার স্বেচ্ছাসেবক মোমিনুর রহমান প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,