জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২২জানুয়ারি ২০২৫ইং
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল প্রতিপাদ্যে জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ আল-হেরা ক্যাডেট একাডেমীর আয়োজনে অত্র একাডেমীর
গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুলতান মোঃ শামছুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট
পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।
দিনব্যাপী আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভের পর থেকে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখানে পাড়ালেখায় মনোনীবেশের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশাবাদী শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম সর্বত্র ছড়িয়ে পরবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সহকারী শিক্ষক (ইংরেজি) ইফফাত মারজানা, সহকারী শিক্ষক (শরীর চর্চা) রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম,
মুনিরা আক্তার বানু, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ রমজান আলী প্রমুখ।