সিরাজগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ যমুনা সেতুর টোলপ্লাজার ৩০০ গজ পশ্চিমে উত্তরবঙ্গগামী রোডের আইল্যান্ডের উপড় থেকে অজ্ঞাত ৫৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৬ মার্চ সকালে, যমুনা সেতু পশ্চিম থানাধীন সেতুর টোলপ্লাজার ৩০০ গজ পশ্চিমে উত্তরবঙ্গগামী রোডের আইল্যান্ডের উপরে অজ্ঞাত ৫৫ বছর এক বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে সেতু কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হসপিটালের মর্গে প্রেরণ করেন।
তথ্যটি নিশ্চিত করে, যমুনা সেতু পশ্চিম থানার এসআই মো. আব্দুল কাদের বলেন, অজ্ঞাত ব্যক্তির পেটের ডান পাশে রক্ত সহ গভীর ক্ষত চিহ্ন রয়েছে।
বিস্তারিত তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।