ফেনীর ফুলগাজীর আরো ২ ইটভাটার কার্যক্রম বন্ধ জরিমানা ১ লাখ টাকা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলো অকার্যকর করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতারের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তরেরর কর্মকর্তাদের অংশগ্রহণে এই অভিযান চালানো হয়।এর আগের দিন ফুলগাজীতে ১৮ ইটভাটা বৈধ মাত্র ৬ টি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।অভিযানে অনুমোদন ব্যতীত ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় উপজেলার আমজাদহাট ব্রিকস ও সরকার ব্রিকস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পানি দিয়ে চুল্লি অকার্যকর করা হয়।এই সময় প্রত্যেক প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার আনন্দপুর,জিএমহাট ও আমজাদহাট ইউনিয়নে স্থাপিত ইটভাটায় অভিযান চালানো হয়েছে।পরিবেশ অধিদপ্তর জেলা ব্যাপি অভিযান পরিচালনা করবে।পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অধিক্ষেত্রে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।আদালতের প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন।অভিযানে ফুলগাজী থানা পুলিশের একটি টিম,ফুলগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফুলগাজী পল্লী বিদ্যুতের কর্মীরা অংশ নেন।গত ১০(ফেব্রুয়ারী) মঙ্গলবার আনন্দপুরের আনন্দ অটো ব্রিকস ও ১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) জিএমহাট ব্রীকস এই দুটো ইটভাটায় সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে,আনন্দপুরের ১ টি তে কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেয়া হয়েছে।