হিমাগারে আলু সংরক্ষণের খরচ বৃদ্ধি ও কৃষক বাঁচানোর প্রতিবাদে মানববন্ধ

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,
জয়পুরহাটে কৃষকদের দুর্দশার কথা ভেবে জেলা কৃষক দল কর্তৃক জয়পুরহাট জিরো পয়েন্টে (পাচুর মোড়ে) অদ্য ০৯-০২২০২৫ ইং তারিখে সকাল ১০.৩০ মিনিটে মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, ও বিশেষ অতিথি জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গুলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা রাজশাহী সহ সংগঠনিক যুবদল, ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, জয়পুরহাট শহর বিএনপির সাধারন সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।
সভায় কৃষকের ন্যায্য মূল্য আদায়ের দাবিতে প্রতিবাদ করা হয় সেই সাথে আলু সংরক্ষণের হিমাগারের মূল্য কমানোর দাবি জানানো হয়, কৃষক তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, মেহনতি কৃষকের ফসলের মূল্য পাবার অধিকার প্রতিষ্ঠায় জয়পুরহাট তথা সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধন সভায় উপস্থিত হয়।এছাড়াও উক্ত মানব বন্ধনে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।