সারাদেশ

পলাশে সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের ওপর
 হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা উক্ত ঘটনার মূল হোতা সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য   উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার স্মারক লিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা দাবি করেন, ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদকৃত জমি একদল সন্ত্রাসী বাহিনী কর্তৃক পুনরায় দখল করতে আসলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের ওপর সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা
এসময়  মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, কৃষকদলের সভাপতি লোকমান হোসেন, ঘোড়াশাল সাদ্দাম বাজারের সভাপতি সোহেল আহমেদ সহ এলাকাবাসী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,