সারাদেশ

কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি প্রদান

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ২০ জন দরিদ্র  অসহায় শিক্ষার্থীদের মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২০ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তি প্রদান করেন কাওছার হায়দরী-জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ডের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,এখলাছ আহমদ হায়দরী।
প্রধান অতিথি কাওছার আহমদ হায়দরী বলেন, তার ছেলে আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। তার পরামর্শে কাওছার- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ড গঠন করা হয়। আজ একটি মাদ্রাসার ১০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে  ও এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের মাসিক ফি ও আনুষঙ্গিক ব্যয় হিসাব করে বৃত্তির এ টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামীতে আর বড় আকারে শিক্ষা বৃত্তি প্রদান করার ভাবনা রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,