সারাদেশ

ফুলগাজীর পৈথারায় গ্রামভিত্তিক ১০ দিনব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী পৈথারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী  ভিডিপি(পুরুষ ও মহিলা)মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) পৈথারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ ৩০ জানুয়ারি শেষ হবে।এতে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।ফুলগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃআমির হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পৈথারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর নবী, ফুলগাজী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ তারেক হোসেন।উল্লেখ্য,১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারী প্রতিষ্ঠার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী।এই বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল “ভিডিপি”।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং