সারাদেশ

শাহরাস্তি প্রেসক্লাবের শীতের উপহার বিতরণ

হাসান আহমেদ।।
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার হিসেবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি, ভাটনিখোলা, মেহের স্টেশন ও সুয়াপাড়া এলাকায় এসব উপহার বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সংগঠনের আর্থ-সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের নিজ উদ্যোগে পৌর এলাকার শতাধিক দরিদ্র, অসহায় ও ভবঘুরের মাঝে এ উপহার পৌঁছে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন, সদস্য জসিম উদ্দিন, হাসান আহমেদ বাবলু, আবু মুসা আল শিহাব প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল জানান, প্রেসক্লাবের আর্থ-সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময়ে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে থেকে কাজ করে আসছে। বিগত বন্যায় এ উপজেলায় ১০ সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ সমন্বয় ও সাংবাদিক কল্যাণ তহবিলের মাধ্যমে ৭ জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,