সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জের ২ ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণের সম্মেলনে 

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
গ্রাম আদালত সক্রিয়করণের স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এবং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান  আজিজুর রহমান খান যোগ দেন । খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ের আয়োজনে হোটেল সিটি ইন এর সিটি কনভেনশন হল সাউথ প্লাজায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ ফজলে আজিম,খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক পিপিএম এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খুলনা বিভাগের ১০ টি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ – পরিচালকগণ,উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রতি উপজেলার দুই জন করে  ইউনিয়ন পরিষদের বিভাগীয় পর্যায়ে মনোনীত  চেয়ারম্যানগণ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। গ্রাম আদালত টেকসই কারণে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ও করনীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য কালীগঞ্জ উপজেলায় বিশেষ সাফল্য অর্জন করায়  চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ও আজিজুর রহমান খান মনোনীত হয়েছেন। গ্রাম আদালত পরিচালনায় ঝিনাইদহ জেলা তথা কালীগঞ্জ উপজেলাযর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান  নজরুল ইসলাম ঋতু উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনাকে আরো শক্তিশালী এবং  বেগবান করতে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানের তিনিও অতিথি হিসেবে যোগদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং