ফেনীর সোনাগাজীতে মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণের দাবিতে মানববন্ধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
কুয়েত সাংবাদিক ইউনিয়ন ও সওদাগর হাট দ্রুবতারা সংঘের উদ্যোগে শনিবার দুপুরে মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কুয়েত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ফেনী জেলার রিপোর্টার খুরশিদ আলমের পরিচালনায় আদর্শগ্রামে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারি পরিচালক ও বি এফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ।বিশেষ অতিথি ছিলেন আল হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক আবদুল হক, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সোনাগাজী উপজেলা সভাপতি সার্জেন্ট অব.মহি উদ্দিন,সাংবাদিক আবদুল কাইয়ুম নিশান, বেলায়েত হোসেন মিলন,মাস্টার আবু ইউছুপ,মো. নুরনবী ও মো.খোকন।উল্লেখ্য ২০২৪ সালের ২৬ আগস্ট ভারতীয় বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ মুছাপুর রেগুলেটর নদীতে বিলিন হয়ে গেছে।এরপর থেকে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলিন হতে থাকে।প্রতিনিয়ত নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি,রাস্তাঘাট,ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণ করা হলে ফেনী, নোয়াখালী,কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে।অন্যথায় চারটি জেলার বৃহদাংশ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।